বন্ধুরা
আপনারা সবাই সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নিজের আঁকা একটি ছবি শেয়ার করবো। অনেক দিন হলো আমি কোনো ড্রইং করতে পারছি না। শুধুমাত্র সময়ের অভাবে কিছু আঁকতে পারিনা। কিছুদিন ধরে আঁকার চেষ্টা করছি কিন্তু পারছি না। তাই আজ সকালে একটু তাড়াতাড়ি উঠে এই ড্রইংটি করছি।বেশ কিছুদিন ধরে আমার প্রিয় মানুষটি বারবার বলছে ড্রইং করার জন্য। তাই একটু সময় বের করে এঁকে নিলাম। আপনারা জানেন আমি খুব
একটা আঁকতে পারিনা। তবুও নিজে একটু আঁকার চেষ্টা করি। জানিনা আপনাদের কেমন লাগবে। আমার
অঙ্খন যদি আপনাদের ভালো লাগবে তাহলে আমার আঁকা সার্থক। তাহলে চলুন শুরু করা যাক।
উপকরণ:
১.সাদা কাগজ
২. পেনসিল
৩. রবার
৪. ওয়েল পেস্টাল রং
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে পেনসিল দিয়ে একটি পাখির বাসা আঁকতে হবে। এবং বাসার ভিতর কয়েকটি পাখির ছানা এঁকে দিলাম।
২. এবার একটা মা পাখি এঁকে দিলাম। এখানে এবং একটি গাছের ডাল আঁকলাম। গাছের ডালে কয়েকটি ছোট ছোট পাতা এঁকে দিলাম।
৩. এবার রং করে নিতে হবে। প্রথমে আকাশের রং করে নিলাম। পরে পাতায় সবুজ রং করে নিলাম। এরপর গাছটি রং করে নিলাম।
৪.এবার পাখিটি রং করে নিলাম
তৈরি হয়ে গেল আমার অঙ্কন। আশা করি করি আপনাদের ভালো লাগবে।
বাহ বৌদি, কী কিউট একটা ছবি এঁকেছ! পাখিগুলোকে অনেক মিষ্টি দেখাচ্ছে। মা পাখি কে তোমার মত মিষ্টি লাগছে বৌদি😊😊
বৌদি আপনি অনেক সুন্দর আর্ট করতে পারেন তাই দাদা আপনাকে চিত্র অঙ্কণ করতে বলেছে, আর প্রিয় মানুষ গুলো জন্য কিছু জিনিস তৈরি করলে সত্যি সেটি অনেক সুন্দর হয়, আপনার চিত্র অঙ্কণটি আমার খুবই ভালো লেগেছে বৌদি, চিত্রটিতে খুব চমৎকার ভাবে কালার করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য বৌদি মনি।
বৌদি বিশ্বাস করুন একটা আদুরে ছবি এঁকেছেন। এর চাইতে ভালো মুহূর্ত আর কি হতে পারে। খুব মিষ্টি একটা ছবি। আপনার আঁকা ছবি আগেও দেখেছি। খুব সুন্দর হয়। কাল থেকে আমিও ছবি আঁকা শুরু করব। সহজ সহজ ছবি দিয়ে আঁকার চেষ্টা করব। আশীর্বাদ রাখবেন বৌদি।
দারুন লাগছে ছবিটি ❣️
বিশেষ করে ছবির থিম ভীষণ সুন্দর ছিল।
বৌদির সবগুলো দিয়েছেন উপর ওয়ালা 🤗
দোয়া রইল 🥀
বৌদি আপনার চিত্রাংকন দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। মা পাখি তার ছানাদের খাবার খাওয়াচ্ছে এরকম একটি মধুর দৃশ্য আপনি খুবই সুন্দরভাবে জলরং এর মাধ্যমে তুলে ধরেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বৌদি আমাদের মাঝে এত সুন্দর ভাবে এতো সুন্দর একটি চিত্রাঙ্কন উপস্থাপন করার জন্য।
জাস্ট অসাধারণ হয়েছে বৌদি। আজ আমি আপনার প্রথম চিত্র অংকন করা দেখলাম। দেখে আমি মুগ্ধ হলাম। মা ও পাখির ছানা গুলোর চিত্র অংকন আপনি চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি কথা বলতে এরকম চিত্র অংকন আমি নিজে করতে পারবো না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৌদি এত সুন্দর চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এককথায় খুব দারুন হয়েছে দিদি ।অয়েল প্যাস্টেল রং দিয়ে যেকোনো কিছু অংকন করতে আমার খুবই ভালো লাগে ।কারণ আমি ছোটবেলা থেকেই এই রং গুলো ব্যবহার করে এসেছি। আর এখনও পর্যন্ত এই রঙের ব্যবহার করে থাকি। আপনি খুব সুন্দর করে এবং দক্ষতার সাথে মা পাখির বাচ্চাদের খাওয়ানোর দৃশ্য ফুটিয়ে তুলেছেন ।খুব ভালো লাগলো আজকে অনেকদিন পর এই চিত্রাংকন টি দেখে।
বাহ,খুব সুন্দর হয়েছে অঙ্কনটি বৌদি।পাখি এবং পাখির বাচ্চাগুলো খুবই কিউট দেখতে লাগছে।কালার কম্বিনেশন দারুণ হয়েছে।আর আমরা এই রঙকে মোম রং বলি।ধন্যবাদ বৌদি।
সত্যিই অসাধারণ হয়েছে বৌদি। মুগ্ধ হয়ে গেলাম আপনার আজকের ড্রয়িং টি দেখে। বিশেষ করে কালার কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে করেছেন বৌদি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে গাছের পাতাগুলো। খুব সুন্দর ভাবে গাছের পাতাগুলো রং করেছেন। ধন্যবাদ বৌদি এত সুন্দর একটি ড্রইং আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি ওয়েল পেষ্টাল রং দিয়ে মা পাখি তার ছানাদের খাবার খাওয়ানোর দৃশ্যটি অসাধারণ ভাবে অংকন করেছেন। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।
বৌদি আপনার তো দেখা যাচ্ছে অনেক গুণ। চমৎকার কবিতা লিখতে পারেন, রেসিপি তৈরিতেও দারুন দক্ষতা। আজ আবার অসাধারন একটি ছবি এঁকেছেন। আসলে সৃষ্টিকর্তা যাকে দেয় তাকে ঢেলে দেয়। ছবিটি আমার কাছে চমৎকার লাগলো। খুবই সুন্দর একেছেন আপনি ধন্যবাদ।
বৌদি ,খুবই সুন্দর একটি চিত্র আজ তুমি আমাদের সাথে শেয়ার করলে। যেখানে মা পাখি তার বাচ্চাদের খাবার এনে খাওয়াচ্ছে। আমি যখন গ্রামে বসবাস করতাম তখন আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন গাছে পাখির বাসায় এরকম দৃশ্য দেখতে পেতাম । যেখানে মা পাখি দূরদূরান্ত থেকে খাবার এনে তার বাচ্চাদের খাইয়ে দিচ্ছে আর বাচ্চাগুলো ডাকতে ডাকতে সেই খাবারগুলো খাচ্ছে।এরকম দৃশ্য বাস্তবে দেখতে খুবই অসাধারণ লাগে। তোমার আঁকা আজকে চিত্রটি দেখে সেসব কথা মনে পড়ে গেল । খুবই ভালো লাগলো সেই সব স্মৃতিগুলো মনে করে।

আর্টটি অনেক ভালো হয়েছে এতে কোনো সন্দেহ দেখিনা। ভালটাকে ভালো না বলে কুণ্ঠা বোধ করলে, সেটাও এক ধরনের কৃপণতা ।এটাকে অবশ্যই ভাল বলতে হবে।
তবে তার চেয়ে আমাকে বেশি আকৃষ্ট করল আপনাদের মাঝে একে অপরকে পরামর্শ দিয়ে এগিয়ে নেওয়ার কথাটি। অংকনের হাতে নিপুণতা ছিল।
আপনি খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে ওয়েল পেষ্টাল রং দিয়ে মা পাখি তার ছানাদের খাবার খাওয়ানোর অনেক চমৎকার একটি দৃশ্য অঙ্কন করে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো বৌদি। আপনার এই অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে আমি মুগ্ধ আপনার এরকম অংকন দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মা পাখি তার ছানাদের খাবার খাওয়ানোর দৃশ্য অংকন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সত্যি বৌদি আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করলেন, সত্যি আপনার দক্ষতা প্রশংসা করে শেষ করা যাবেনা। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করলেন। আপনার চিত্রটি আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইল আপনার জন্য, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর চিত্র আপনার কাছে উপহার পাবে এই আশায় রইলাম।
বাহ! দারুণ হয়েছেতো বৌদি, মনে হচ্ছে রিয়েল কোন দৃশ্য দেখছি, এতোটা সুন্দর এবং নিখুঁত হয়েছে, এক কথায় অসাধারণ।
তবে আরো একটা বিষয় শিক্ষনীয় রয়েছে, এখন যারা ড্রয়িং করে তারা বুঝতেই পারেন না কোথা হতে শুরু করতে হবে আর কোথায় শেষ করতে হবে, আপনি এই বিষয়গুলো বেশ দক্ষতার সাথে করে থাকেন। ধন্যবাদ
বৌদি এতো সুন্দর লাগছে আর্টটি কি আর বলবো। পাখির ছানাগুলোকে জাস্ট অসাধারণ মিষ্টি লাগছে দেখতে।
কি সুন্দর করে মা পাখিটি তার বাচ্চা পাখিটিকে খাওয়াচ্ছে। দেখেই ভালো লাগছে আপু।আসলেই আপু অনেকদিন পর আমি আপনার আর্ট দেখতে পেলাম।খুব সুন্দর করে এঁকেছেন।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
বৌদি অনেক সুন্দর ভাবে আপনি আপনার পেইন্টিংটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিশেষ করে আপনার পেইন্টিং এর প্রতিটি ধাপে ছিল অনেকটাই স্পষ্ট এবং গোছালো ধন্যবাদ আপনাকে।
অনেকদিন হলো এই ধরণের দৃশ্যবলি সরাসরি দেখি নাই।আজ আপনার ড্রাই পোষ্টাল রং দিয়ে মা পাখিটি তাঁর বাচ্চাদের খাবার খাওয়ানোর দৃশ্যবলি দেখে মনে হচ্ছে আমি সরাসরি কোন বাগানের ভিতরে গাছের মুগ ডালের দৃশ্যবলী উপলব্ধি করতেছি।
বৌদি আপনি অসম্ভব সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই আর্ট দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে। আপনার এই আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম । আপনার আর্টের মধ্যে অনেক সুন্দর একটি জিনিস তুলে ধরেছেন। কত সুন্দরভাবে মা পাখিটি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন দেখতে অসাধারণ লাগছে। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।