The Diary Game || 19 September 2021 || Sunday || A Simple Day

지난달

আসসালামুয়ালাইকুম


সকলেই কেমন আছেন।আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সকলেই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।এখন আমি আপনাদের সাথে ১৯ সেপ্টেম্বর রোজ রবিবার এর সারাদিনের আমি যা যা করেছি তা ডায়েরি আকারে শেয়ার করতে যাচ্ছি।তো চলুন শুরু করা যাক....

00000IMG_00000_BURST20210916072727704_COVER.jpg

কচুরিপানার ফুল


সকালবেলা।আমার ঘুম ভাঙে প্রায় আটটার দিকে। আজকেও মাথাটা ব্যাথা করছিল।তাই ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম।এরপর ফ্রেশ হয়ে এসে রং চা খেলাম।আমি নিজেই চা তৈরি করে নিলাম। মাথাব্যথার কারণেই মূলত রং চা খাওয়া।এরপর মোবাইলে বসে বসে কিছুক্ষণ গান শুনলাম।এভাবে অনেকটা সময় কেটে যায়।এরপর দশটার দিকে আমি জমিরহাটে যাই। গিয়ে ঔষধের দোকান থেকে মাথাব্যথার ট্যাবলেট নিই। ওষুধ নেওয়ার পর একটি সেলুনের দোকানে যাই। চুলগুলো বড় হয়ে গেছে।তাই ভাবলাম একটু কেটে নিই। সেলুনের দোকানে আমার সেরিয়াল হলো দুজনের পর। অর্থাৎ দুজন চুল কাটানোর পর আমি চুল কাটবো।তাই চুপচাপ সেখানে বসে রইলাম। এই সময়টা আমি মোবাইলে অডিও গান শুনলাম এরপর আমার সময় আসে। চুল কাটতে কাটতে প্রায় বারোটা বেজে যায় এরপর বাসায় চলে আসি বাসায় এসে শুয়ে পড়ি শুয়ে শুয়ে মোবাইলে ফেসবুক চালাই। এরপর দেড়টার দিকে গোসল করে নেই। গোসল সেরে এসে দুপুরের খাবার খেয়ে নিলাম। মাথাটা তখনো ব্যথা ছিল। তাই একটু শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বেজে গেছে। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর জমির হাতে চলে যাই। জমির হাটে গিয়ে মাঠে বসে বন্ধুদের সাথে কিছুক্ষণ ফ্রী ফায়ার খেলি। এরপর সন্ধ্যা হয়ে গেলে জমিরহাট বাজারে প্রবেশ করি।বাবা বাজার খরচ করে রেখেছিল।সেই বাজার নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ বই পড়ি।এরপর একটু বাইরে যাই।


IMG_20210919_205731_tigr.jpg

রাতের চাঁদ।ছবিটি জানালা দিয়ে তুলেছিলাম।


বাইরে গিয়ে ঘুরে বাসায় চলে আসি।এরপর রাতের খাবার খেয়ে নিই।তারপর বিছানায় এসে মোবাইলে এলার্ম সেট করে ঘুমিয়ে পড়ি।রাত ১২.৪৫ এ পিএসজির খেলা আছে।সেটা দেখার জন্যই এলার্ম সেট করলাম।


তো বন্ধুরা এই ছিল আমার গতকালের সারাদিনের কার্যাবলী। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


🅃🄷🄰🄽🄺 🅈🄾🅄


be1e307b-169f-451d-ae93-11fb59c6638d.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
STEEMKR.COM IS SPONSORED BY
ADVERTISEMENT
Sort Order:  trending
·

Thanks a lot ❣️

পোস্টটি অনেক সুন্দর হয়েছে 💙

·

Thank you vau ❣️❣️

·
·

Take 💙💙

ছবিদুটো বেশ ভালো ছিলো।

·

Dhonnobad vai ❣️❣️

আমরা কচুরিপানা দেখে সবাই প্রায় অবহেলা করি কিন্তু এই কচুরিপানার ফুল দেখতে কিন্তু

·

জ্বী ভাই। কচুরিপানার ফুল দেখতে সত্যিই অনেক সুন্দর।

ফুলের ছবিটি অনেক সুন্দর ছিল

·

Dhonnobad ❣️❣️