The Diary Game || 23 September 2021 || Thursday

23일 전

আসসালামুয়ালাইকুম


আমার গতকাল ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার এর সারাদিনের ডায়েরিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি।00000IMG_00000_BURST20210922105339986_COVER.jpg

ধানগাছের নিচে কচুরিপানার দৃশ্যরাতে পিএসজির খেলা দেখে প্রায় তিনটার দিকে ঘুমাই।তাই সকালবেলা ঘুম ভাঙে সাড়ে নয়টার দিকে।ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না। তবুও অনেক সকাল হয়েছে দেখে উঠে পড়লাম।উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই।এরপর চা করা ছিল তা গরম করে খেয়ে নিই।চা খাওয়ার পর মোবাইলে শুয়ে শুয়ে কিছুক্ষণ ইউটিউবে গান দেখি। কিছুক্ষণ গান শোনার পর একটু বাইরে যাই।বাইরে গিয়ে এদিক ওদিক একটু ঘুরা ঘুরি করি ‌‌।এরপর বাসায় চলে আসি। বাসায় এসে পড়তে বসি।বেশ কিছুক্ষণ সময় ধরে বই পড়ি।এরপর প্রায় দেড়টার দিকে গোসল করে নিই।গোসল করে এসে একটু শুয়ে শুয়ে মোবাইল চালাই।এরপর বাবা মার সাথে বসে দুপুরের খাবার খেয়ে নিই।দুপুরের খাবার খাওয়া শেষ হলে আবারো শুয়ে পড়ি।শুয়ে শুয়ে মোবাইলে একটি মুভি দেখা শুরু করি। হলিউডের "শাং-চি" মুভিটি দেখা শুরু করি।যদিও ছবিটি হলপ্রিন্ট ছিল।তবে বেশ ভালোই দেখা যাচ্ছে।আর ছবিটিও অনেক সুন্দর ছিল।ছবিটি পুরোটাই দেখা শেষ করলাম।এরপর উঠে বাইরে যাই।বাইরে গিয়ে একজনের সাথে হাঁটতে হাঁটতে চলে যাই জমিরহাটে।জমিরহাটে গিয়ে বসে বসে ফ্রিফায়ার খেলি।আমার এক বন্ধুর ম্যাপম্যাচে হিরোইকে উঠতে শুধুমাত্র ৩০ পয়েন্ট প্লাস লাগবে।তো দুজনে দুটি ম্যাচ খেলে তার হিরোইক ডান করে দিলাম।


IMG_20210923_190417.jpg

ডিম চটপটি


এরপর সন্ধার দিকে দুজনে জমিরহাট ক্যান্টিনে যাই।সেখানে গিয়ে দুজনে ডিম চটপটি খাই।এরপর আমি বাসায় চলে আসি।বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে একটু বাইরে যাই।বাইরে এলাকায় কিছু বন্ধুর সাথে আমাদের গ্রামের পাশেই একটি ইট ভাটায় যাই। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি।


তো বন্ধুরা এই ছিল আমার গতকালের সারাদিনের কার্যাবলী। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ 👍


Best Regards
@sohag27

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
STEEMKR.COM IS SPONSORED BY
ADVERTISEMENT
Sort Order:  trending

1st picture awesome

·

Thank you vai